
মিরসরাইয়ে বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকদের উপস্থিতিতে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ক্যালকুলেটর, বই, খাতা ও কলম। বিদ্যালয়টির গরিব, অসহায় ও মেধাবী ১০০শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন অহিদুল ইসলাম চৌধুরী দিপু, জাকারিয়া ফারুকী, শাহাদাত হোসেন, মাজহারুল ইসলাম রিপন, আব্দুর রহিম, মেহেরাজ উদ্দিন হিমেলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যন্ত গ্রামে অনেক মেধাবী শিক্ষার্থী থাকলেও আর্থিক দুরাবস্থার কারণে তারা শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে। সে কারণে বিদ্যালয়েরর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এই কর্মসূচি নিয়েছে।
ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, প্রয়োজনে আর্থিক সহায়তাও করা হবে। এতে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি অস্বচ্ছল পরিবারগুলো শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে উৎসাহ পাবে। একই সাথে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অন্যান্য প্রতিষ্ঠান এ সংগঠনের কার্যক্রমকে উদাহরণ হিসেবে ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
নিজ নিজ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নিতে আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নেতারা৷ শিক্ষা উপকরণ বিতরণ করায় সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।