
। চলমান রিপোর্ট ।
প্রতিবন্ধী ও আদিবাসী সম্প্রদায়ের আইনী সহায়তায় তৃণমূল সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উন্নয়ন সংস্থা অর্গানাইজেশন ফর দ্যা পূওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা) এর আয়োজনে উপজেলার মস্তাননগরে সংস্থাটির প্রধান কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ৮নং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক, তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা শোয়ায়েব, সাংবাদিক লায়ন মাওলানা মো. ইউসুফ।
অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর বলেন, প্রতিবন্ধী ও আদিবাসীরা এই ভূখন্ডে বসবাস করলেও তারা সমাজের মূল স্রোত থেকে সব সময় দূরে থাকে। তারাও অনেক সময় লাঞ্চনা-বঞ্চনার শিকার হন। তারা শারিরীক অক্ষমতা ও সমাজের মূল জনগোষ্টি থেকে দূরে থাকায় আইনী সেবা থেকে বঞ্চিত হয়। তাদের আইনী সহায়তা সহজ করার লক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এক্ষেত্রে তৃণমূলের বিভিন্ন সংগঠন চাইলে তাদের আইনী সহায়তা প্রাপ্তিতে সহায়তা করতে পারে। আলোচনা সভায় সে বিষয়টি উঠে এসেছে।
উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, প্রতিবন্ধী ও আদিবাসীরাও এদেশের নাগরিক। মৌলিক অধিকারের পাশাপাশি যেকোন বিষয়ে আইনগত সহায়তা প্রাপ্তিতে তাদেরও সমান অধিকার রয়েছে। তারা যদি কোন বিষয়ে আইনগত সহায়তা চান বাংলাদেশ পুলিশ যেকোন বিষয়ে সহায়তা করবে। এক্ষেত্রে সামাজিক ও উন্নয়ন সংগঠনগুলো যদি তাদের থানায় এনে বা মোবাইলের মাধ্যমে আমাদের অবহিত করেন আমরা অবশ্যই দ্রুত তাদের আইনী সেবা নিশ্চিত করবো।
আলোচনা সভা শেষে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারকে অপকা’র পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।