
। চলমান রিপোর্ট ।
মিরসরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট আয়োজন করা হয়।
টুর্ণামেন্টে নতুন দিগন্ত ফুটবল একাদশ, নাইন স্টার বড়তাকিয়া, মধ্যম আজম নগর, মাসুম টেলিকম, আন্নিকা ইলেক্ট্রনিক, সেভেন স্টার কাটাছাড়া, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ, নুর পাড়া মিঠানালা টিম অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় আরাফাত রহমান স্মৃতি সংসদ ও নতুন দিগন্ত ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে।
রাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন। বিকেলে টুর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।
উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদি হাসানের সঞ্চালনায় ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিঠানালা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউর রহমান চৌধুরী তপন, চট্টগ্রাম জেলা কারা পরিদর্শক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন মিয়াজী, শহীদ উদ্দিন কন্ট্রাক্টর, মোমিনুল ইসলাম, দিদারুল আলম, সাবেক সদস্য মেজবাউল আলম, সদস্য হানিফ সোহাগ, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন বলেন, গত ৫ আগস্ট তরুণ ও যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। এখন অত্যন্ত আনন্দের সাথে তারা খেলাধুলায় মেতে উঠেছে। গত ১৭ বছর তারা খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে পারেনি। সন্ত্রাস চাঁদাবাজি, নৈরাজ্যের বিরুদ্ধে আজকের যুবসমাজের অবস্থান অত্যন্ত মঙ্গলজনক। আপনারা অন্যায়, অনিয়ম, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। নতুন বাংলাদেশ পুনঃনির্মাণের জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।