
::চলমান রিপোর্ট::
তিন হাজার পিচ ইয়াবা সহ রশিদ উল্লাহ (২৫) নামের এক মাদক কারবারি মিরসরাই থানা পুলিশের হাতে ধরা পড়েছে।
শনিবার (১২ মার্চ) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প ডি ব্লগের মোহাম্মদ নাজির আহম্মদের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের বিষয়টি জানতে পেরে মহাসড়কের বড়তাকিয়া বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিচ ইয়াবা সহ মাদক কারবারি রশিদ উল্লাহকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।