‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রম ২০২৪ সালে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ। গত ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা চট্টগ্রামের উপ-পরিচালক মো: নোমান হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্সের সভাপতি মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দ ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রম ২০২৪ সালের লক্ষমাত্রা অর্জন প্রথম স্থান অর্জন করায় ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: মনির উদ্দিন কে সনদ ও ক্রেস্ট তুলে দেন এবং আগামীতেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের এ ধারা অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।