Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’ - চলমান মিরসরাই

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

২১ বছর পদার্পণে প্রীতি সম্মিলনে বক্তারা

top Banner

‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর প্রকাশনা অব্যাহত রাখা সত্যি প্রশংসনীয়। মিরসরাই উপজেলার সকল অসংগতি ও সম্ভাবনাকে চলমান মিরসরাই গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে। চলমান মিরসরাই’ শুধু সংবাদ প্রচার করে না সাংবাদিকও তৈরী করে। যারা বর্তমানে উপজেলার গন্ডি ছড়িয়ে চট্টগ্রাম ও ঢাকায় সাংবাদিকতা করছে দায়িত্বশীলতার সাথে।’

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাই’ পত্রিকার ২১ বছরে পদর্পন উপলক্ষে প্রীতি সম্মিলনে এসব কথা বলেন বক্তারা।


চলমান মিরসরাই পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় সম্পাদক এমএস হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন
চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাবেক সভাপতি, মিরসরাই সমিতি ইউএসএর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক আমেরিকায় মূল ধারার রাজনীতিবিদ কাজী শাখাওয়াত হোসেন আযম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাংবাদিক মাহবুব রহমান পলাশ, বিপুল দাশ, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদ, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এমএম হারুন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, কবি ও ছড়াকার নজরুল ইসলাম, কবি গাজী এসএম নুরুল আহাদ, সাংবাদিক আবু সুফিয়ান, রাজু কুমার দে, এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, নাজমুল হোসাইন, আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, ইমাম হোসেন, সৈয়দ আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, সাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়নের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, ব্যাংকার সরফু উদ্দীন, ইগনাইট মিরসরাই সভাপতি মেহেদী হাসান জাবেদ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, শতাব্দী ক্লাবের আলভী, আশরাফ উদ্দিন রুবাই, সমাজকর্মী মো. আবদুল্লাহ, মেহেদী হাসান ইমন।


আলোচনা সভা শেষে চলমান মিরসরাই’র সম্পদক এমএস হোসাইন পত্রিকার নতুন সম্পাদনা পরিষদ ঘোষনা করেন। নতুন সম্পাদনা পরিষদে উপদেষ্টা পদে কামরুল ইসলাম চৌধুরী, প্রতিষ্ঠাতা সম্পাদক পদে মোহাম্মদ মনজুরুল হক, সম্পাদনা পরিষদ সভাপতি পদে শারফুদ্দিন কাশ্মীর, প্রধান সম্পাদক পদে এমএস হোসাইন, সম্পাদক পদে এম মাঈন উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক পদে মোহাম্মদ ওয়াজি উল্ল্যাহ, নির্বাহী সম্পাদক পদে রাজু কুমার দে, বার্তা সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ, সহযোগী সম্পাদক পদে
সৈয়দ আজমল হোসেন, সাহিত্য সম্পাদক পদে এম সাব উদ্দিন রাশেদ, চট্টগ্রাম ব্যুরো প্রধান পদে নাজমুল হোসাইন, খাগড়াছড়ি ব্যুরো প্রধান পদে রতন বৈষ্ণব ত্রিপুরা, বিশেষ প্রতিবেদক পদে শাহ আব্দুল্লাহ আল রাহাত, অনলাইন সম্পাদক পদে ফিরোজ মাহমুদ, প্রধান প্রতিবেদক পদে সাফায়েত মেহেদী, বিভাগীয় সম্পাদক পদে শিহাব উদ্দিন শিবলু দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

এসময় প্রধান সম্পাদক এমএস হোসাইন সহ সম্পাদনা পরিষদের সদস্যরা সম্পাদক এম মাঈন উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন।


সবশেষ অতিথিবৃন্দ কেক কেটে চলমান মিরসরাই’র ২০তম বর্ষপূর্তি উদযাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘প্রকাশনাকাল থেকে চলমান মিরসরাই যেভাবে নিরপেক্ষ থেকে মিরসরাইয়ের আপামর জনসাধারণের সংবাদ প্রকাশ করে এসেছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে সেটিই আমাদের প্রত্যাশা। ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সঠিক পথে রাখতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

আরো খবর