খৈয়াছড়ায় মাদক ছাড়লেন ১২ ব্যক্তি

top Banner

চলমান রিপোর্ট

মিরসরাইয়ের ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের ১২ ব্যক্তি মাদক ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার রাত ৮ টার দিকে ভবিষ্যতে তারা আর মাদক সেবন করবেননা বলে মুচলেকাও দিয়েছেন। ১২ জন মাদকসেবীকে তওবা করানো হয়েছে।

শুরুতে গ্রামবাসীকে কভিড-১৯ নিয়ে মিরসরাই থানা পুলিশ কতৃক প্রচারিত নির্দেশিকা অবহিত করা হয়। আগামী এক মাস তারা নামাজ পড়বে এলাকার মসজিদে জামায়াতে, সানন্দে তারা এটি মেনে নেয়।

মিরসরাই উপজেলা আওয়ামীলীগ নেতা সরওয়ার উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী ছাড়াও গ্রামের তিন সমাজের সর্দারসহ দায়িত্বশীলগন এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

আরো খবর