
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে কমিউনিটি অবহিত করণ সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদটির মিলনায়তন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের ৫ নারীকে ভিডিও প্রদর্শনীতে অংশ নিতে দেখা যায়।
ইউনিয়ন পরিষদটির দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক ও কর্মকর্তা মোতাছিম বিল্লাহ সভাপতিত্বে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করন ৩য় প্রকল্প এর সমন্বয়কারী জেছমিন আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব ভট্টাচার্য, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক প্রীতি রানী, স্বাস্থ্য সহকারী মনোয়ারা, সমাজসেবক আবুল হাশেম তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নিজামপুরের টিম লিডার বিজলী রানী,
স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সংরক্ষিত মহিলা সদস্যসহ ৪৫ জন নারী পুরুষ এই ভিডিও প্রদর্শনী ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সমন্বয়কারী জেছমিন আক্তার বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পর্কে মানুষকে ধারণা দিতে ইউনিয়ন পরিষদে বাড়ির কাছে গ্রাম আদালত শীর্ষক ভিডিও প্রদর্শনী দেখানো হয়েছে। এর মাধ্যমে মানুষ আইনি প্রক্রিয়া সম্পর্কে ধরণা পাবে। এবিষয়ের বাস্তব অভিজ্ঞতা গুলো প্রয়োজনীয় সময়ে কাজে লাগাতে পারবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে নারীর প্রবেশগম্যতা বৃদ্ধি পাবে। বৈচিত্র্যময় পরিবেশের মাধ্যমে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্টিত হবে।