ওমানে মহান বিজয় দিবস উদযান

top Banner

ওমানের ইবরীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) সবুজ বাংলা শিল্পী গোষ্ঠী ইবরী শাখার উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সবুজ বাংলা শিল্পী গোষ্ঠী দাখেলিয়া অঞ্চলের পরিচালক,এইচ এম হানিফের পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম।মাওলানা আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার ফরিদ আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি দুই দুইবার স্বাধীন হলেও বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন কিংবা ন্যর্য অধিকার এখনো পায়নি। দেশ ও জাতির কল্যানে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। এবং দেশী বিদেশি শত্রুদের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ও শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে শেষ হয়।

আরো খবর