ইফতার সামগ্রী বিতরণ করল ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাট

top Banner

চলমান রিপোর্ট

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাট।

মঙ্গলবার (১৩ই এপ্রিল) সকালে করেরহাট বাজারে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্রায় ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, খেসারি, মুড়ি, তেল, চিনি, আলু, পেঁয়াজ, ছিরা, খেজুর, এবং ট্যাং।

বর্তমান করোনাকালীন এই দুঃসময়ে মানুষের জীবন-জীবিকা চলা কঠিন হয়ে পড়েছে। মধ্যবিত্তের অবস্থাও নাজুক। গরীব অসহায়, খেটে খাওয়া মানুষরা দুবেলা খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারমধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার সাত দিনের লকডাউন ঘোষণা করেছে। এ পরিস্থিতিতে ইফতার সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত খেটে খাওয়া মানুষগুলো।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রিপনের সমন্বয়ে এবং সংগঠনের উচ্চ পরিষদের সদস্য ফ্রেন্ডশিপ-৯৮ মিউচুয়াল ফান্ড এর চেয়ারম্যান সাইফুল ইসলাম, জহির উদ্দিন, মীর হোসেন মিলন, সাইফুল ইসলাম সোহেল, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন এর উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাট’ এর সভাপতি জিয়াউল হক রাসেল এবং সাধারণ সম্পাদক শহিদুল আলম।

এই মহতি মানবিক কাজে যারা সহযোগিতা করেছিল দেশে এবং প্রবাসে থেকে তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়

আরো খবর