চলমান রিপোর্ট
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে সচেতনতা মূলক কার্যক্রম, মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ ও মিরসরাই থানার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ওসি তদন্ত কামাল হোসেন, এসআই রাজিব পোদ্দার, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।
এসময় সচেতনতামূলক বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় আরো ভয়াবহ আকার ধারণ করেছে। সচেতনতা ছাড়া বাঁচার কোন উপায় নেই। আগে জীবন, তারপর জীবিকা। তাই সরকারের ঘোষণা অনুযায়ী দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন। অন্যথায় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা হলে প্রসাশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের নির্দেশিত লকডাউন নিশ্চিত করার যথাযথ উদ্যোগ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। করোনা মহামারির এ কঠিন সময়ে জরুরী প্রয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ব্যবহার করে মানুষ যেন ঘরের বাইরে আসতে পারে আমরা সে বিষয়েও সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।