অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর কাব্যগ্রন্থ ‘দ্বিচারিতা’

top Banner

ঢাকা ও চট্টগ্রামে অমর একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী’র কাব্যগ্রন্থ ‘দ্বিচারিতা’। বইটি প্রকাশ করছে চট্টগ্রামের জনপ্রিয় প্রকাশনা সংস্থা ‘অক্ষরবৃত্ত’।

দ্বিচারিতার প্রচ্ছদ এঁকেছেন পার্থ দিবস চৌধুরী এবং ভূমিকা লিখেছেন কবি অভীক ওসমান। লেখক পরিচিতি তুলে ধরেছেন কবি মোস্তাফিজুর রহমান লিটন।

দ্বিচারিতা শাহাদাৎ হোসেন চৌধুরী’র পঞ্চম গ্রস্থ। এর আগে অশ্রু, বিষ্ময় বালিকা এবং হনন নামে তিনটি উপন্যাস প্রকাশিত হয়।এছাড়া বিবর্ণ নামে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ।

দ্বিচারিতা কাব্য গ্রন্থ সম্পর্কে শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, মানুষের অন্তর্গত দ্বন্ধ ও সমাজের বহিরঙ্গের বৈপরীত্যে ভরা এই পৃথিবী। চারপাশে শুধু স্বার্থের প্রতিযোগিতা। জয়ের নেশায় মাড়িয়ে দেওয়া হয় সহজ-সরল পথ। কেউ কেউ এই প্রতিযোগিতায় হয়ে ওঠে দ্বিচারী।
ভাগ্য বদলে মিথ্যা গল্প সাজায় কখনো পরিবারে, কখনো সমাজে, আবার কখনোবা কর্মক্ষেত্রে। শত অপকর্মের মধ্যেও নিজেকে সৎ, সমাজসেবক কিংবা মহৎ হিসেবে উপস্থাপন করার লজ্জাহীন প্রয়াস আজকের বাস্তবতা। সম্পর্কগুলো ক্রমশ শত্রুতায় রূপ নিচ্ছে; ভালোবাসা ও মানবিকতার স্থান নিচ্ছে অবিশ্বাস আর দ্বিমুখী আচরণ।

এই জটিল সমাজচিত্র আর জীবনের বিচিত্রতাকে ধারণ করেই রচিত হয়েছে “দ্বিচারিতা” কাব্যগ্রন্থ। এখানে ধরা পড়েছে মায়া-মমতা, প্রেম-বিরহ, বন্ধুত্ব এবং মানবিক দ্বন্ধের নানা রূপ। নিটোল ভালোবাসার কথামালার পাশাপাশি উঠে এসেছে জীবনের কঠোর বাস্তবতা।
এই কাব্যগ্রন্থে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বুলেটের সামনে বুক চেতানো আবু সাঈদের সাহসিকতা, মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে মীর মুগ্ধ’র হৃদয়স্পর্শী উচ্চারণ “পানি লাগবে পানি,” কিংবা রিকশার পাদানিতে নাজিফের রক্তাক্ত ছবি। জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের বীরত্বগাঁথাও এই কাব্যগ্রন্থে তুলে ধরা হয়েছে।

ঢাকা এবং চট্টগ্রামের বই মেলায় অক্ষরবৃত্ত’র স্টলে পাওয়া যাবে দ্বিচারিতা। বইটির প্রকাশ উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামের বই মেলায় মোড়ক উম্মোচন করা হবে। এছাড়া চট্টগ্রামে একটি প্রকাশনা উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন শাহাদাৎ হোসেন চৌধুরী।

প্রসঙ্গত : শাহাদাৎ হোসেন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর সাথে যুক্ত আছেন। তিনি ২০২৪-২৫ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।

আরো খবর