
চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হিতকরী’র বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সি-বিচ এলাকায় এই পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠানে দুই সদস্য সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সম্মাননা দেয়া হয়। তারা হলেন, হিতকরী’র স্থায়ী কমিটির সদস্য মামুন নজরুল ও মো. শাহাদাৎ হোসেন।
সংগঠনের সভাপতি জহির উদ্দিন রনি সভাপতিত্বে ও সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রনির পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন হিতকরীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম রয়েল, নির্বাহী সদস্য হাসান বিল্লাহ, নির্বাহী সদস্য নুরচ্ছালাম ফোরকান, নির্বাহী সদস্য আবু হাসনাত লিমন, সাবেক সভাপতি ইমাম হোসেন ফরহাদ, সাবেক সভাপতি নিয়াজুল ইসলাম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, সাধারণ সম্পাদক নুরুচ্ছাপা নিলয়, সিনিয়র সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ।
দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সকালে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী খেজুর রসের সিন্নি, দুপুরে সাগরপাড়ে পবিত্র জুম্মার নামাজ আদায়, দুপুরে মধ্যাহ্ন ভোজন শেষে, বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
এসময় সম্মননা পাওয়া দুই সদস্য মামুন নজরুল ও মো. শাহাদাৎ হোসেন বলেন, আমরা প্রবাসে থাকি। এলাকায় অবস্থান করার সময় হিতকরী’র বিভিন্ন কার্যক্রমে শ্রম দিয়েছি। যদিও এখন আর সেই সুযোগ নেই। দূর থেকে দেখে খুবই আনন্দ পাই নিজের সংগঠনের ভালো কাজগুলো দেখে চোঁখের শান্তি পাই। আমরা আসা করছি এই সংগঠন তার কাজের ধারাবাহিকতা বজায় রাখবে। সেই সাথে সংগঠনের নেতৃবৃন্দ’র কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজ সংবর্ধিত করার জন্য।
২০০১ সালে এক ঝাঁক তরুন সামাজিক দায়বদ্ধতা থেকে এই সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াসহ ক্রমান্বয়ে তারা বিভিন্ন সামাজিক কাজ গুলোতে জোরালোভাবে এগিয়ে আসে যেমন শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক খাদ্য সামগ্রি ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র, টিন বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা, মাদক ও বাল্যবিবাহ বিরুদ্ধে সচেতনতা তৈরি, বিগত কোভিড ১৯ মহামারীতে খাদ্য সহায়তা, সচেতনতা তৈরি, মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করাসহ সমাজের বিভিন্ন উন্নয়ন কাজে এই সংগঠনটি অন্য রকম ভূমিকা রাখছে।