চলমান রিপোর্ট: মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে প্রথমবারের মত নিজস্ব এন্ড্রয়েড অ্যাপসের শুভ উদ্বোধন করেছে সামাজিক সংগঠন হিতকরী। সোমবার (১১জুলাই) বিকাল ৫টায় উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত উদ্বোধন কার্যক্রম।
এসময় হিতকরীর পৃষ্ঠপোষক জাহাঙ্গীর আলম ভূঁইয়া’র সুযোগ্য সন্তান সিফাত ই আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক হিসেবে নিযুক্ত হওয়ায় সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়া দেশের স্মরণকালের এক ভয়াবহ ‘মিরসরাই ট্র্যাজেডি’তে নিহত সকল শিক্ষার্থীদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হিতকরীর সভাপতি ইমাম হোসেন ফরহাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নুরুচ্ছাপা নিলয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মায়ানীর কৃতি সন্তান রেকিট বেনকিজারের হেড অফ সাপ্লাইচেন ইঞ্জিনিয়ার মো. জিয়া উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রভাষক সিফাত-ই-আরমান ভূঁইয়া ও মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক হোসাইন সবুজ।
মীরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শহিদুল ইসলাম, কবি সাহিত্যিক সেলিমুল ইসলাম খান, হিতকরীর নির্বাহী সদস্য শহিদুল ইসলাম রয়েল, জাহেদুল ইসলাম পল্লব, নুরুচ্ছালাম ভূঁইয়া ফোরকান, স্থায়ী কমিটির সদস্য, ইমতিয়াজ মিশু, আমজাদ হোসেন, মোর্শেদ ফয়সাল, সাবেক সভাপতি নিয়াজুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।