নিজস্ব প্রতিবেদক:
মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয় দ্বি-বার্ষিক পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় অভিভাবক সদস্য হিসেবে আবদুল হালীম, আওরঙ্গজেব, মো. নুর আলম, রনজিত বড়ুয়া এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে বাদল দাশ, হারুন অর রশীদ, ফরিদা ইয়াছমিন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, হাইতকান্দি উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার প্রধান লক্ষ্য।