
শিহাব উদ্দিন শিবলু
জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগ।
শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বড়তাকিয়া বাজারে এই মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টুটুল
‘হটাও জঙ্গিবাদ-মৌলবাদ বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ ও হরতালবিরোধী বিক্ষোভ মিছিলটি বড়তাকিয়া বাজারে জড়ো হয়।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও ঐ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম রানা বলেন, সম্প্রতি জঙ্গি ও মৌলবাদীরা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। একটি চক্র গুজব ছড়িয়ে উসকানি দিয়ে সাধারণ মানুষকে বিপদমুখী করছে। ওইসব গুজবকারীদের কোনওভাবেই ছাড়া দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
অন্যদিকে খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টুটুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোন জঙ্গিবাদ ও সন্ত্রাস থাকতে পারবে না। সাম্প্রতিক সময়ে জঙ্গিবাদ মৌলবাদীরা আস্তানা গেড়ে ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানে জঙ্গিদের ধ্বংস করা হয়।