চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া কলেজ শিক্ষার্থী মিশু রানী দেবী পলির পরিবারের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।
গত (২ আগস্ট) মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লরির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান মিশু রানী দেবী পলি। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকায় তার বাড়িতে গিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট নিহতের পরিবারের খোজ খবর নেন এবং নিহত মিশু রানী দেবী পলির মায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এসময় নিহত পলির দুই ছোট বোন ও ভাইয়ের পড়াশুনার খরছ বহন করার আস্বস্ত করেন। নিহত মিশু রানী দেবী পলি মিরসরাই নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার শিক্ষার্থী এবং উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্যমোহন দেবনাথের মেয়ে।
পলির বাবা সূর্যমোহন দেবনাথ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একটি মাত্র মেয়ে। পড়াশুনায় খুব মেধাবী ছিলো সে। আমাদের ইচ্ছে ও আমার মেয়ের স্বপ্ন ছিলো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। কিন্তু ঘাতক লরি আমার বুক খালি করে আমার মেয়ের সব স্বপ্ন কেড়ে নিলো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
নিয়াজ মোর্শেদ এলিট বলেন, গত ২ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিজামপুর সরকারি কলেজের একজন মেধাবী ছাত্রী নিহত হয়। এখবর পেয়ে আমদের নেতাকর্মীদের মাধ্যমের নিহত পরিবারের খোঁজ খবর রাখি। আজকে আমরা তার বাড়িতে এসেছি। আসলে নিহতর পরিবার এই শোক কাটিয়ে উঠতে পারবেনা। পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছি। তিনি বলেন ‘মিশু রানী দেবী পলির পরিবারের যে ক্ষতি হয়েছে, তা আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা সামান্য আর্থিক সাহায্য নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র।’ মা-বাবার ইচ্ছে ছিলো তার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করাবেন, কিন্তু এই স্বপ্ন আর পূরণ হলো না। তাই আমি তার পরিবারকে বলেছি তাদের দুটি সন্তান রয়েছে, প্রান্ত ও মিতু। তাদের উচ্চ শিক্ষার জন্য ও তার পরিবারের স্বপ্ন বাস্তবায়নে পড়াশুনার খরছ বহন করবো ইনশা-আল্লাহ। তিনি বলেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন ক্ষুদ্রকর্মী। জাতীয় জনক বঙ্গবন্ধুর অন্যতম উত্তরাধিকার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই যিনি ইতিমধ্যে মানবিক যুবলীগের প্রবক্তা হিসেবে সারাদেশে সাড়া ফেলেছেন উনার নির্দেশনা অনুযায়ী যুবলীগের সকল নেতা কর্মীদের আপনারা এখন থেকে এমন সব মানবিক কাজে, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের পাশে সারাদেশে পাবেন ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমরা যারা যুবলীগ করি, আমরা কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী সকল মানবিক কাজে বন্যা, অগ্নিকাণ্ডের মতো বিপর্যয় সহ দেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতিয়ার হিসেবে সর্বদাই অঙ্গীকারবদ্ধ।