সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

top Banner

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আমিনুল হক তোতা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৬ মার্চ) দিবাগত রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমিনুল হক মঘাদিয়া ইউনিয়নের কাজীরতালুক গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।

গত বুধবার মঘাদিয়া ইউনিয়নের চৌমোহনী এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হন আমিনুল হক। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেকে রেফার করেন। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় চমেকে তার মৃত্যু হয়।

আরো খবর