নিজস্ব প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিরনকে দেখতে হাসপাতালে গেলেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২৫ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে তাকে দেখতে ছুটে গিয়ে তাঁর চিকিৎসা এবং শারীরিক খোঁজ খবর নেন।
এইসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস.এম আবুল হোসেন সহ নেতৃবৃন্দ।
জানা গেছে, গত ২১মে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন মহিউদ্দিন কিরণ। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। ২৩ মে রাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
চিকিৎসাধীন কিরণ আবেগাপ্লুত হয়ে বলেন, বীর চট্টলার অবিভাবক, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি মহোদয়, আমাকে দেখতে হাসপাতালে এসে আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। আমি উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি৷