শিহাব উদ্দিন শিবলু
স্মরণিকা সংঘের মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ৫ম আসরের ফাইনালা খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) দিবারাত্রী ম্যাচে প্রতিদ্বন্ধিতা করেন বড়তাকিয়া সুপার স্টার বনাম আরভী ইয়াং স্টার। খেলায় আরভী ইয়াং স্টারকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বড়তাকিয়া সুপার স্টার।
ওইদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্মরণিকা সংঘের সভাপতি মাষ্টার আনিছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্মরণিকা সংঘের প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ আতাউর রহমান।
সাধারণ সম্পাদক রিয়াজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুল হক জুনু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুল আলম মাহফুজ, খৈয়াছরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ইউপি সদস্য গোপাল চন্দ্র চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ কমির রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইউসুফ, স্মরণিকা সংঘের সহ-সভাপতি সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আফাজ উদ্দীন, অর্থ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক রিফাজুল হক, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক ইরফান হোসেন, ক্রীড়া সম্পাদক মেহেরাব শাকিল, শাওন, সমাজ কল্যাণ সম্পাদক মোস্তফা ও সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বড়তাকিয়া সুপার স্টারের সাগর