শিহাব উদ্দিন শিবলু
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন স্বরণিকা সংঘের ২০২১–২০২২ এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) রাতে ক্লাবের সাধারন সভা অনুষ্টিত হয়। প্রতিষ্ঠাতা পরিষদের সদস্য নেপাল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে এবং রিয়াজুল হক এর সঞ্চলনায় সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রতিষ্ঠাতা পরিষদ ও সিলেকশন কমিটির সম্মতিতে আগামী ২০২১–২০২২ বছরের জন্য মাষ্টার মো. আনিস উদ্দীনকে সভাপতি ও রিয়াজুল হককে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
এছাড়াও পূর্নাঙ্গ কার্যকরী কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি—সালাউদ্দীন ও আফাজ উদ্দীন, সহ-সাধারন সম্পাদক—দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক—কামরুল হাসান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক—নিজাম উদ্দীন, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক—মেহেরাব হোসেন শাকিল, সমাজ কল্যাণ সম্পাদক—নুরুল মোস্তফা, অর্থ সম্পাদক—রিফাজুল হক, সহ-অর্থ সম্পাদক—আব্দুল্লাহ মোহাম্মদ হাসনাত, দপ্তর সম্পাদক—তানভীরুল আলম, প্রচার সম্পাদক—ইরফান হোসেন নাদিম, ক্রীড়া সম্পাদক—আশরাফুল আলম শাওন, সংসদ সদস্য গোপাল চন্দ্র চৌধুরী, আব্দুর রহিম রনি এবং মাস্টার মানিক কুমার শর্মা।