সোনাপাহাড়ে একাধিক মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

top Banner

চলমান রিপোর্ট ।

মিরসরাইয়ে একাধিক মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ শরীফুল ইসলাম সম্রাট (২৪) কে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাতে তাকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে। শরীফুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মো. ইলিয়াছের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, ছিনতাই, ডাকাতি ও একাধিক ডাকাতি প্রস্তুতি মামলাসহ মোঃ শরীফুল ইসলাম সম্রাট বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। উক্ত আসামীর আতঙ্কে সাধারণ জনগণ সব সময় ভয়ে থাকে এবং সে যেকোন সময় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। উক্ত আসামিকে গ্রেফতারের ফলে জোরারগঞ্জ থানা এলাকায় জনমনে স্বস্তি বিরাজ করছে। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো খবর