সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে আগুন, নিহত ৪ আহত শতাধিক

top Banner

চলমান রিপোর্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোতে একটি ক্যামিকেলবাহী কন্টেইনার বিষ্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ মোমিনুল সহ নিহত হয়েছে অন্তত ৪ জন। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, স্থানীয় লোকজন এবং ডিপোর কর্মী সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। শনিবার (৪ জুন) রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ডিপো মলিকদের সংগঠন বিকডা সুত্রে জানা গেছে,  কম্বোডিয়ায় রপ্তানিমুখী কন্টেইনারে রাখা হাইড্রোজেন পার অক্সাইড বিষ্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে যায়।

ঘটনার পর আহতদের একে একে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত ব্যক্তি এবং স্বজনদের আত্মচিৎকারে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা সৃষ্টি হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাডির এসআই আলাউদ্দিন বলেন, কন্টেইনার ডিপোতে আগুনে আহতদের চমেকে নিয়ে আসছে একের পর এক গাড়ি। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

আরো খবর