Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
সিআইপি হলেন মিরসরাইয়ের মোহাম্মদ জিয়া উদ্দিন - চলমান মিরসরাই

সিআইপি হলেন মিরসরাইয়ের মোহাম্মদ জিয়া উদ্দিন

top Banner

বাংলাদেশ সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ( সিআইপি) হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২০২১ সালের নতুন সিআইপির তালিকায় অন্তর্ভুক্তি লাভ করেন তিনি

মোহাম্মদ জিয়া উদ্দিন মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের আব্দুল হাই এবং ফাতেমা বেগমের সন্তান।

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ব্যবসায়ীদের ভিতর সিআইপি স্বীকৃতি পেয়েছেন ৩০ জন প্রবাসী বাংলাদেশ।সেখানে প্রথমবার এই স্বীকৃতি লাভ করেন মোহাম্মদ জিয়া উদ্দিন।২০০৯ সাল থেকে আরব আমিরাতে আমদানি রপ্তানিকারক হিসেবে ব্যবসা শুরু করেন তিনি।এরপর প্রতিষ্ঠা করেন জেড এন্ড এস গ্রুড অব কোম্পানিস।ধীরে ধীরে বিদেশের মাটিতে ব্যবসার ভীত গড়েন তিনি।বর্তমানে আরব আমিরাতে নিজের প্রতিষ্ঠানের ৪২ টি শাখা গড়ে তুলেন তিনি।এছাড়া ৩০০ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছে এই প্রতিষ্ঠানে।

সিআইপি মোহাম্মদ জিয়া উদ্দিন সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা লাভ করেন।এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য,কানাডায় ১০ বছর মেয়াদী ভিসাও লাভ করেন এই ব্যবসায়ী।

ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত তিনি।মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানো, শৃঙ্খলাবদ্ধ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসীদের সচেতন করা, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরা এবং দেশকে গৌরবান্বিত করতে সকল প্রবাসীদের নিয়ে একসঙ্গে।দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

সিআইপি নির্বাচিত হওয়ায় এই রেমিট্যান্স যোদ্ধাকে অভিনন্দন জানান মিরসরাইয়ে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তার পুত্র নৌকার মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।শুভেচ্ছা বার্তায় তারা বলেন,জিয়া উদ্দিন একজন সফল ব্যবসায়ী এবং একজন সমাজসেবক।সামাজিক কর্মকান্ডে নিয়মিত অবদান রাখেন তিনি।সিআইপি হিসেবে স্বীকৃতি পাওয়া এটি মিরসরাই বাসীর অত্যন্ত গর্বের।

এছাড়া সিআইপি জিয়া উদ্দিন অভিনন্দন জানান চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু,সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান,চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন মান্না, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানারাথ চৌধুুরী বাবু,যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন,ই কমার্স প্রতিষ্ঠান মারিয়া গ্লোবালের স্বত্ত্বাধিকারী শেখ ফরহাদ,মিরসরাই সমিতি ওমানের সভাপতি মো. রিয়াদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি,আরব আমিরাতের বাংলাদেশী ব্যবসায়ী শিমুল, আরশেদ নূরসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া অভিনন্দন জানান জে বি এক্স স্টুডেন্ট এসোসিয়েশন, সামাজিক সংগঠন সাকিব স্মৃতি সংসদসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সিআইপি মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন,দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার।আমি সবসময় মানুষের জন্য,দেশের জন্য অবদান রাখতে চাই।আমি প্রচার বিমুখ থেকে সমাজের জন্য অবদান রাখতে চাই

আরো খবর