নিজস্ব প্রতিনিধি
ইউনিয়ন কমিটি গঠন কল্পে মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর অত্র ইউনিয়নের ডোমখালীস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাহেরখালী ইউনিযন বিএনপির যুগ্ম আহবায়ক মাঈনুদ্দিন চৌধুরী। যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, সদস্য নুর হোসেন চেয়ারম্যান, বদরোদ্দৌজা মিয়া। এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে বক্তব্য রাখেন ডাঃ তাজুল ইসলাম, হারুন চৌধুরী, নুর নবী মেম্বার, রফিক মেম্বার, নাজিম উদ্দিন, নাজমুল হক চৌধুরী, নাসির উদ্দিন, শাহদাৎ খান, নুর উদ্দিন, বাবলু, বেলায়েত প্রমুখ
প্রধান অতিথি তার বক্তেব্য সকলকে ব্যাক্তি নয় দলের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন , ঐক্য, ত্যাগ ও গ্রহনযোগ্যতা বিবেচনা করে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। ওই কমিটির মাধ্যমে একটি গ্রহনযোগ্য কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করে পরবর্তিতে আপনারাই পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করবেন ।