শিহাব উদ্দিন শিবলু
মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মরহুম মোশাররফ হোসেন তারিফের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার(২৯ জুন) উপজেলার ওয়াহেদপুরের হাদিরফকির হাটের পশ্চিমে অবস্হিত মরহুম মোশাররফ হোসেন তারিফের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবার নাহিদ, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান, যুগ্ম আহব্বায়ক মিথুন শর্মা, সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিটু সহ অন্যান্য ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, মোশারফ হোসেন তারিফ ভাই ছিলেন একজন দক্ষ ও মেধাবী ছাত্রলীগ নেতা। তিনি মিরসরাই উপজেলা ছাত্রলীগের ক্রান্তিকালীন সময়ের রাজপথের সাহসী সৈনিক ছিলেন।