Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
সাকিব হত্যার ৬ বছর পার, আজও অধরা মৃত্যুদন্ড প্রাপ্ত খুনি সরওয়ার - চলমান মিরসরাই

সাকিব হত্যার ৬ বছর পার, আজও অধরা মৃত্যুদন্ড প্রাপ্ত খুনি সরওয়ার

top Banner

শিহাব উদ্দিন শিবলু

মিরসরাইয়ের জোরারগঞ্জ জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহান সাকিব (১৫) হত্যার আজ ছয় বছর পূর্ণ হলো ৬ জুন । তবে এখনো অধরা সাকিব হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামি সরওয়ার।

২০১৫ সালের ৬ জুন অপহরণের পর ১২ জুন দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার পাহাড়ের গহিন জঙ্গল থেকে সাকিবের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

হত্যার পর তার লাশ পাহাড়ের প্রায় ৪০০ ফুট নিচে ফেলে দেয় অপহরণকারীরা। সে উপজেলার ধুম ইউনিয়নের উত্তর মোবারকঘোনা গ্রামের নাছির আহম্মদের পঞ্চম সন্তান।

এই ঘটনায় ফারহানের বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় একই বছর নভেম্বরে। মোট ১১ জনের সাক্ষী পর্যালোচনা করে ২০১৯ সালের (৮ জানুয়ারি) বৃহস্পতিবার ৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেন।

এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অপর আসামি হোসনে মোবারক রুবেলকে।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ আব্দুল মজিদ এই রায় দেন। আসামিদের মধ্যে কাজী সরওয়ার এখনো পলাতক। তবে বাকিরা জেল হাজতে রয়েছেন। চট্টগ্রামের জেলা পিপি আকম সিরাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া মামলার বিভিন্ন ধারায় একইসঙ্গে কাজী সরওয়ার উদ্দিন, শহীদুল ইসলাম ও মীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের জেল দেওয়া হয়েছে। হোসনে মোবারক রুবেলকেও ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বছর জেল দেওয়া হয়। প্রধান আসামি কাজী সরওয়ার উদ্দিনকে দেওয়া হয় আরও ১০ বছরের জেল।

সাকিব হত্যার মৃত্যু্বার্ষিকীর দিনটিকে ঘিরে সাকিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে সাকিবের নামে ২০১৬ সালে প্রতিষ্ঠিত সংগঠন সাকিব স্মৃতি সংসদ।

সাকিব স্মৃতি সংসদের সভাপতি শাহ আব্দুল্লাহ আল রাহাত জানান, প্রতি বছর সাকিবের মৃত্যুবার্ষিকীতে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করে থাকি। করোনার সময় আমরা আমাদের সংগঠন পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছি। তবে করোনা মহামারির কারণে এবারের দিনটিতে তিনি সবাইকে যার যার ঘর থেকে কবর জিয়ারত করে সাকিবের জন্য দোয়া করার আহ্বান জানান।

সংগঠনটি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, সাকিব হত্যা মামলার রায় হলেও সেটি যেন অতিদ্রুত কার্যকর করা হয়। প্রধান আসামী সরওয়ার এখনো অধরা। আমাদের দাবী তাকে অতি দ্রুত গ্রেফতার করে যেন ফাঁসির রায় কার্যকর করা হয়।

আরো খবর