চলমান রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের মিরসরাই সংবাদদাতা সুজন চন্দ্র মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ এপ্রিল) রাত দশটায় উপজেলা সদরে অবস্থিত তার ব্যক্তিগত অফিস থেকে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ। সুজন মন্ডল মিরসরাইয়ের প্রবীন সাংবাদিক নীরদ বরন মন্ডলের ছেলে।
মিরসরাই থানার পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশগুপ্ত জানান, সাংবাদিক সুজনকে সারা দিন না দেখে ও অফিসের দরজা ভেতর থেকে বন্ধ দেখে তার বন্ধুরা থানায় খবর দেয়। পরবর্তীে রাতে পুলিশ সুজনের ব্যক্তিগত অফিসের দরজা ভেঙ্গে দেখতে পায় অফিসের তীরে তার লাশ ঝুলতেছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
সুজন চন্দ্র মন্ডলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিরসরাইয়ের সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই প্রেস ক্লাব।