সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন



মিরসরাইয়ে সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরীর পিতা গোলাম রাব্বানী চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন। বাদ জোহর মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামে প্রথম জানাযা ও বাদ আছর সাহেরখালী আলামিয়া চৌধুরী বাড়ি প্রাঙ্গনে ২য় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শাহাদাৎ হোসেন চৌধুরী দ্যাবিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনকরছেন। এছাড়া তিনি মিরসরাই প্রেসক্লাবেরসহ-সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তাঁর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাংবাদিক কল্যান ট্রাষ্টের সচিব এম মাঈন উদ্দিন ও চলমান মিরসরাই পরিবার।

আরো খবর