চলমান রিপোর্ট
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য ও মিরসরাই প্রেসক্লাবের সদস্য আজহার মাহমুদের মা হামিদা বানু (৫৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । শনিবার ভোর সাড়ে পাঁচটায় লাইফ সাপোর্টে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই বিকালে আছরের নামাজের পর মিরসরাইয়ের ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।
জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মরহুমার বড় ছেলে আজহার মাহমুদ।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি মোল্লা জালাল, সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, যুগ্ম-মহাসচিব মহসীন কাজী ও নির্বাহী সদস্য রুবেল খান, নির্বাহী সদস্য (পদাধিকার) যথাক্রমে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মুহাম্মদ নিজাম উদ্দিন, সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মোঃ নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, বর্তমান আহবায়ক ছালেক নাসির উদ্দিন।
সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান।