নিজস্ব প্রতিবেদক :
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের উদ্যোগে সাংবাদিকদের সৌজন্যে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (৮ মে) বারইয়ারহাট পৌরসভার হলরুমে এই ইফতার ও দোয়া মোনাজাত সম্পন্ন হয়েছে৷
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক,মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর,প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম,সহ-সভাপতি বিপুল দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন,এম আনোয়ার হোসেন,রাজু কুমার দে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ভূইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ মিরসরাই উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় মেয়র রেজাউল করিম খোকন সাংবাদিকদের বলেন, আমার কার্যক্রমে কেউ কোনো ধরণের অভিযোগ জানালে তার সত্যতা অবশ্যই যাচাই করবেন৷ আমার সাথে যোগাযোগ করবেন৷ অন্যায় করে থাকলে তাও প্রকাশ৷ বারইয়ারহাট পৌরসভার মাস্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। ইতোমধ্যে বারইয়ারহাট টার্মিনাল, রেললাইনের দুপাশে কাচা বাজার,ফলের দোকান অন্যত্র সরানোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলাম৷ করোনার কারণে অনেক কাজে ব্যহত হচ্ছে৷ লকডাউন শেষে খুব দ্রুত বারইয়ারহাট পৌরসভার জন্য কার্যকরী পদক্ষেপ সম্পন্ন করা হবে৷
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি বারইয়ারহাট পৌরসভার নির্বাচনে রেজাউল করিম খোকন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে পরিচ্ছন্নতা অভিযান, পন্য ভেজাল বিরোধী অভিযানসহ বেশ কিছু কার্যক্রম ফেসবুকে ভাইরাল হয়ে আলোচনায় আসেন মেয়র খোকন৷