চট্টগ্রাম ব্যুরো
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে সাদা দল জয় লাভ করেছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত প্রীতি ম্যাচে সাংবাদিক ফুটবল দল সাদা ১ -০ গোলে সাংবাদিক ফুটবল দল আকাশীকে পরাজিত করে। খেলায় এক মাত্র গোলটি করেন সাদা দলের সাংবাদিক সুবল বড়ুয়া।
খেলায় শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
সাংবাদিক মোহাম্মদ ফারুকের সঞ্চালনে অনুষ্টিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি চসিক ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সিজেকেএসের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রেস ক্লাবের ক্রীড়া সাম্পাদক দেভাশীষ বড়ুয়া দেবু, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ চট্টগ্রামের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ।
পরে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন সাদা দলের সুবল বড়ুয়া।