মিরসরাইয়ে শিক্ষকতা জীবন থেকে অবসর নেওয়া ২০ জন শিক্ষক ও এক সহকারী শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ অক্টোবর) উপজেলার কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মিরসরাই সদর ক্লাস্টারের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এছাড়া উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল হককে বদলীজনিত সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক। কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে ও সংবর্ধনা উদযাপন কমিটির আহবায়ক প্রধান শিক্ষক মফিজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক মাজহারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ইউ.আর.সি ইন্সট্রাক্টর শহীদুল আমিন ভূঁইয়া, বিদায়ী সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফুল হক, মিরসরাই উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. বশির আহাম্মদ সরকার, মোহাম্মদ মাঈন উদ্দিন, মো. রেজাউল ইসলাম। বিদায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন এটিএম রেজাউল হক।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, প্রধান শিক্ষক তপন ধুম, মাঈন উদ্দিন, বিভূতি রঞ্জন চৌধুরী, সহকারি শিক্ষক নুরুল গনি, নাঈম উদ্দিন, আশরাফুল আরেফিন, ইকবাল হোসেন, রেজাউল করিম। বিদায়ী শিক্ষকদের ফুল, ক্রেস্ট, মানপত্র, ছাতা, জায়নামাজ, হিন্দু শিক্ষকদের গীতা ও মগ উপহার দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া শিক্ষক আবু তৈয়ব বলেন, আমি সারাজীবন শিক্ষকতা করেছি। শেষ বয়সে এসে অবসর নিই। আমার ছাত্ররা যখন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুপ্রতিষ্ঠিত হয়েছে শুনি, তখন অনেক ভালো লাগে। এখানে শিক্ষকতার স¦ার্থকতা। আজ শিক্ষকরা যে সন্মান, সংবর্ধনা দিয়েছে তা সারা জীবন মনে রাখবো। আমি তাদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মফিজুল ইসলাম বলেন, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মিরসরাই সদর ক্লাস্টারের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়া ২০জন শিক্ষক ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার আরিফুর রহমান স্যারের বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনার আয়োজন করেছি। আমরাও এক সময় এই পেশা থেকে বিদায় নেবো। আগামী প্রজন্ম অনুকরণ করে হয়তো আমাদের জন্য এমন উদ্যোগে নেবেন।