সমাজসেবক নওশা মিয়া স্বরণে শোকসভা ও দোয়া মাহফিল

top Banner

::চলমান রিপোর্ট::
মিরসরাই পৌরসভার সাবেক প্রশাসক, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আজহারুল হক চৌধুরী নওশা মিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মান্দারবাড়িয়া শাহ অলীয়া বালিকা দাখিল মাদরাসার উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার। মাদরাসা সুপার মাওলানা মোঃ নুরনবীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ও মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোজাহের হোসেন চৌধুরী সোহেল। এসময় আরো বক্তব্য রাখেন মাদরাসা মজহারুল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ রবিউল হোসেন, মোঃ জিয়া উদ্দিন, জসীম উদ্দিন, সফিকুল ইসলাম সুমন, আকতার হোসেন বাচ্চু, শিক্ষক মাস্টার রেজাউল করিম, মাওলানা মাহবুবুল হক, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মরহুম আহজারুল হক চৌধুরী নওশা মিয়া জীবদ্দশায় মিরসরাইয়ে সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন, যা মিরসরাইবাসী আজীবন মনে রাখবেন। উপজেলায় এমন কোন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান নেই, সেখানে নওশা মিয়ার অবদান নেই। আমরা একজন নিঃস্বার্থ সমাজসেবক হারিয়েছি। যার শুন্যতা পূরণ হওয়ার নয়। আলোচনা সভা শেষে উনার বিদেহী রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরো খবর