সমাজসেবক নওশা মিয়ার ইন্তেকাল জানাযায় হাজারো মানুষের ঢল

top Banner

নিজস্ব প্রতিবেদক ::

মিরসরাইয়ের আলোকিত ব্যক্তিত্ব, সমাজসেবক আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া ইন্তেকাল করেছেন।  বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযায় হাজারো রাজনৈতিক ও সাধারণ মানুষের ঢল নামে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাত সাড়ে ১০ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজহারুল হক চৌধুরী নওশা মিয়া উপজেলার মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের ৪ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মিরসরাই পৌরসভার প্রথম পৌর প্রশাসক, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অবঃ) মেজবা উন নবী, অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আইটি বিশেজ্ঞ মাহবুব রহমান রুহেল, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমিন, ক্লিপটন গ্রুপের এমডি মহিউদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, সাবেক মেয়র এম শাহজাহান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম দিদার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল হোসেন রবি, মিরসরাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. এমদাদ উল্লাহ খান, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, মরহুমের ছেলে মোজাহের হোসেন চৌধুরী সোহেল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। 

আরো খবর