Link BandarQQ
Situs Idpro
Pkv QQ Online
Situs QQ Online
Situs Judi Bola
Link Pkv Games
Situs Pkv QQ
Link BandarQQ Online
Situs BandarQQ Online
Login Pkv Games
Login Pkv QQ
Link BotakQQ
Agen Pkv Games
BandarQQ
Poker Online Terpercaya
Pkv Games
Pkv Games
Pkv Games
Download Apk Pkv
Hasil Bola
Hasil Togel
Film Lk21
Mlbbtv
Nonton Film Semi
BandarQQ Pkv
Link Judi Bola
Link BBM88
Login BBM88
Link Judi Online
Link Judi Online
Link Judi Sbobet
Agen Judi Bola
BandarQQ Online
সবাই ঐক্যবদ্ধ থাকা ছাড়া দেশের কল্যান সম্ভব না-আলাউদ্দিন সিকদার  - চলমান মিরসরাই

সবাই ঐক্যবদ্ধ থাকা ছাড়া দেশের কল্যান সম্ভব না-আলাউদ্দিন সিকদার 

top Banner
চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন, সবাই ঐক্যবদ্ধ ছাড়া দেশের কল্যান সম্ভব হবে না। তাই সকলকে এক হয়ে কাজ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামীন দুঃসময় ও সুসময় দুটির মাধ্যমে বান্দাদের পরীক্ষা আদায় করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ১৬ থেকে ১৭ বছর দুঃসময় পার করেছে। ২৪ এর স্বৈরাচার বিরোধী ছাত্র জানতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জামায়াতে ইসলামী এখন সুসময়ে প্রবেশ করেছে। এটি মহাল আল্লাহর দেয়া অশেষ নিয়ামত। এমন নিয়ামতের পরিবেশকে কাজে লাগিয়ে আল্লাহর ইকামতের দিনের দাওয়াত আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিতে হবে ‌। অন্যথায় মহান আল্লাহর নিকট দায়িত্ব অবহেলার কৈফিয়ত দিতে হবে। 
রবিবার ( ২৯ ডিসেম্বর) বিকেলে মিরসরাই উপচেলার বারইয়ারহাট শাহ আমানত হোটেলের কনফারেন্স হলে ২নং হিংগুলী ইউনিয়ন  জামায়াতের আয়োজনে পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে ও ইউনিয়ন পেশাজীবি পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাঈন উদ্দিন, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, জোরারগঞ্জ থানা পেশাজীবী বিভাগের পরিচালক ওমর ফারুক, সমাজ কল্যাণ বিভাগের জসিম উদ্দিন, ধুম ইউনিয়ন জামায়তের আমীর মুসলিম উদ্দিন, বিশিষ্ট আইজীবি এডভোকেট আশরাফ উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন জামায়াতের সহকারি সেক্রেটারি হাফেজ বেলাল হোসাইন।
সম্মেলনে শুরুতেই জোরারগঞ্জ থানা ও হিঙ্গুলী ইউনিয়ন পেশাজীবী বিভাগের কমিটি ঘোষণা করা হয়। ২০২৫-২৬ সেশনে জামায়াতের শুরা সদস্য মোঃ ওমর ফারুককে সভাপতি ও প্রফেসর ফারুক হায়দার মিলনকে সেক্রেটারি ১০ সদস্য বিশিষ্ট ২ বছরের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার। এছাড়া সংগঠনের রোকন সদস্য মিজানুর রহমানকে পরিচালক,  আলমগীর হোসেনকে সভাপতি ও ডাক্তার মাজহারুল আলমকে সেক্রেটারি করে ১৬ সদস্যের ২নং হিঙ্গুলী ইউনিয়ন পেশাজীবি বিভাগের কমিটি ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু তৈয়ব।
প্রধান অতিথির বক্তব্যে আলা উদ্দিন সিকদার আরো বলেন, ৪ দলীয় ঐক্যজোট সরকারের আমলে জামায়াতের ২ জন নেতা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু এমন কোন মিডিয়া কিংবা সংস্থা বলতে পারবেনা জামাতের নেতারা কোন প্রকার দূর্নীতি করেছে। সততা ও স্বচ্ছতার উদাহরণ শুধু মাত্র জামায়াতের কাছেই রয়েছে এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। কারণ জামায়াত ইসলাম আল্লাহর আইন ও রাসুলের জীবন আদর্শ কায়েমের রাজনীতি করে। তাই এই দেশকে দূর্নীতি মুক্ত একটি সফল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে জামায়াতে ইসলামী সরকার গঠন করা জরুরি।
আরো খবর