শ্রীলঙ্কা জানালো, এশিয়া কাপ আয়োজনের মতো অবস্থা তাদের নেই

top Banner

শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপের ভেন্যু সরে যাওয়ার আগাম বার্তাটা এতদিন শোনা যাচ্ছিল। এবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পরিষ্কার করলো নিজেদের অবস্থান। তারা সাফ জানিয়ে দিয়েছে, দেশটিতে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে তারা এশিয়া কাপ আয়োজনে অপারগ। এমন তথ্য জানাচ্ছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ।

এরই মধ্যে এসএলসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বিষয়টি জানিয়ে দিয়েছে। এসএলসি এশিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে, দেশটির চলমান পরিস্থিতিতে এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট আয়োজনের মতো অবস্থা তাদের নেই।

এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা আগস্ট-সেপ্টেম্বর। ‍টুর্নামেন্টের বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেলেও বিষয়টি এসিসি চূড়ান্ত করেনি বলে জানিয়েছে জিও নিউজ। তবে ভেন্যু এশিয়ার যে কোনও একটি দেশের মধ্যেও হতে পারে।

কিছুদিন আগে শ্রীলঙ্কান ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি।’

এখন শোনা যাচ্ছে, শ্রীলঙ্কা উদ্ভুত পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করতে পারে। টুর্নামেন্টের জন্য সেখানে ভেন্যু প্রাপ্তির অনুমোদন মিললেই একটা চূড়ান্ত কিছু জানা যাবে।

আরো খবর