শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে বারইয়ারহাট কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

নুরুল আমিন রায়হান

জাতীয় শোক দিবস ও শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

রবিবার (১৫আগস্ট) সকালে বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন সাঈদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তারেকের নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বারইয়ারহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমাম হোসেন সাঈদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। যারা এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত আমি তাদের বিচার দাবি করি।

এই সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট কলেজ ছাত্রলীগ সভাপতি ইমাম হোসেন সাঈদ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তারেক হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুল হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো সোহেল পারভেজ ছাত্রলীগ নেতা শের শাহ, মো সুজন, ও যুবলীগ নেতা দাউদুল ইসলাম সোহাগ, মো সাইফুল ইসলাম প্রমুখ।

আরো খবর