চট্টগ্রামের মিরসরাইয়ে আসন্ন দূর্গা পুজা উপলক্ষ্যে প্রস্তুতি সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য ফ্রন্ট মিরসরাই শাখার উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে কেহ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়। আমরা সবাই বাঙালী। তাই আসন্ন শারদীয় দূর্গাৎসব আগের চেয়ে বেশি উৎসাহে অনুষ্ঠিত হবে। কারণ এখন দেশে স্বৈরাচারী সরকার নেই। শেখ হাসিনার পরিবারের ইতিহাস, পালিয়ে যাওয়ার ইতিহাস। শেখ মুজিবও পালিয়ে গেছে, এবার শেখ হাসিনাও পালিয়ে গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মিঠাছরা সাসা কমিউনিটি সেস্টারে চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সুমন শর্ম্মার সভাপতিত্বে ও মোহন দের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক জিতেন্দ্র নারায়ন দাস, সদস্য সচিব জুয়েল চক্রবর্তী, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব বাপ্পি দে, সাংবাদিক বিপুল দাশ প্রমুখ।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, ৫ আগস্টের পর থেকে মিরসরাইয়ের কোথাও সনাতনী সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়ে হামলা হয়নি উল্লেখ করে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমাদের নেতা তারেক রহমানের নিদের্শে আমরা সর্ব্বোচ ভাবে সনাতনীদের সহায়তা করছি