শেখ হাসিনার জন্মদিনে জন্ম নেওয়া শিশুদের উপহার দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

top Banner

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে জন্ম নেওয়া শিশুদের মাঝে উপহার ও ফুল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার মিরসরাই উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের পরিবারের মাঝে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপহার তুলে দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু।

এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবকলীগ নেতা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাহেল বিন আলী, সদস্য সঞ্জয় চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইফতেখার রাসেল, রিয়াজ উদ্দিন শাহীন, বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর শেখ হাসিনা দেশে এসে দল এবং দেশের হাল ধরেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর ৭৭ তম জন্মদিনকে স্বরণীয় করে রাখতে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুদের মাঝে আমি সামান্য উপহার তুলে দিয়েছি। যাতে তারা বড় হয়ে শেখ হাসিনার দর্শন গ্রহণ করে।

আরো খবর