আমজাদ হোসেন
নির্মোহ মায়ার নির্ভেজাল কাদাজলে গড়ে উঠা
অনুভূতির অতি সুক্ষ স্পর্শকাতর দেয়ালে,
অভিমানের নিশ্ছিদ্র স্যতসেতে স্বচ্ছ আবরণে
রুগ্ন হৃদয়ের নিরবিচ্ছিন্ন আস্ফালনের আঘাতে,
রক্তাক্ত হৃৎপিন্ডের নির্বাক আর্তনাদ যায় মিলিয়ে
তাচ্ছিল্যঘেরা নিঃশ্বাসের উষ্ণ দীর্ঘশ্বাস হয়ে,
অব্যক্ত অনুযোগের ঢল কঠিন পর্বতের বুক চিড়ে
ঝড়ায় নির্জলা ঝর্ণাধারা শূন্য দৃষ্টির প্রাণহীনতা ঘিরে।