শাহ আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক সাইফুল ইসলাম

top Banner

মিরসরাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী আনন্দ বাজারস্থ শাহ্ আবদুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. সাইফুল ইসলাম। সম্প্রতি ঘোষিত ১১ জন বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য তাকে নির্বাচিত করা হয়। এছাড়া ক্ষমতা বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সুফিয়ান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

জানা গেছে, মো. সাইফুল ইসলাম শাহ আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্যের দায়ীত্বে ছিলেন। এছাড়া আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি শিক্ষক প্রতিনিধি সদস্যর দায়ীত্ব পালন করছেন। তিনি এর আগে শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছিলেন। বর্তমান আনন্দেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের শুনামের সাথে সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করছেন। এছাড় তার উপজেলাব্যাপী রয়েছে ক্রীড়া শুনাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন। শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, শাহ আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমাদের মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।

আরো খবর