শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

top Banner

চলমান রিপোর্ট:

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরেপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে মিরসরাই ডিগ্রী কলেজ ও এস রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টায় মিরসরাই ডিগ্রী কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ নুরুল আফসার।

এসময় শাহজালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, উপ-ব্যবস্থাপক জিয়াউল হক জিল্লু, সিনিয়র অফিসার গোলাম কিবরিয়া, মোকাররম হোসেন ও মহসিন খান সহ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে ২ শতাধিক ফলজ, বনজ ও ভেষজ গাছ বিতরণ করা হয়। এছাড়া কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জাতের আম ও নারিকেল গাছের চারা লাগানো হয়।

এরপর বেলা ১২টার দিকে পৌর সদরের এস রহমান আইডিয়াল স্কুল আঙ্গিনায় ফলজ গাছ লাগানো শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। এসময় ব্যাংকের কর্মকর্তা, এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো খবর