লরির ধাক্কায় মারা গেল নিজামপুর কলেজের ছাত্রী পলি

top Banner

চলমান রিপোর্ট

“আমার মেয়ে খুব ভালো ছাত্রী ছিলো, এইচএসসি পরিক্ষায় সে গোল্ডেন এপ্লাস পেতো। আমার স্বপ্ন ছিলো ইউনিভার্সিটিতে পড়াবো। এখন আমার স্বপ্নের কি হবে? এভাবে বিলাপ করে কান্নায় বার বার ভেঙ্গে পড়ছেন নিহত রানী দেবী নাথ পলির পিতা সূর্য মোহন দেব নাথ।”

মঙ্গলবার (২আগস্ট) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মহাসড়ক পার হতে গিয়ে মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজের ছাত্রী রানী দেব নাথ (১৮) ঘাতক লরির ধাক্কায় নিহত হয়। সে এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী এবং উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেও সূর্য মোহন দেব নাথের মেয়ে।

পলির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। তার মৃত্যু যেন মেনে নিতেই কষ্ট হচ্ছে এলাকাবাসীর। পলি খুব মেধাবী ছাত্রী ছিলো। সে উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় ব্যবসা শাখা থেকে ৪.৮৫ পেয়ে সফলতার সাথে উত্তির্ন হয়। দুই বোন এক ভাইয়ের ভেতর সবার বড় নিহত পলি। তাই তাকে নিয়ে বাবা মায়ের অনেক বড় স্বপ্ন। কিন্তু ঘাতক লরি সব স্বপ্ন নিশ্চিহ্ন করে দিয়েছে।

নিহত পলির সহপাঠী তিশা সরকার ও মাহবুবা ইসরাত জানান, প্রতিদিন আমরা একসাথে নিজামপুর বাবলু স্যারের কাছে প্রাইভেট পড়তে যায়। কিন্তু আজকে আমাদের রেখে পলি সবার আগে চলে যায়। পলি এভাবে আমাদের রেখে চিরতরে চলে যাবে কখনও ভাবতে পারিনি।

এঘটনায় ঘাতক লরির চালক শাহজাহান শেখ ও হেলপার মো: লিমন সহ লরি গাড়িটি আটক করা হয়েছে। চালক ঢাকা দক্ষিন সিটির মাতুয়াইল যাত্রাবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র এবং সহকারী হেলপার ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিন তারাঘনিয়া এলাকার শহিদ হাওলাদারের পুত্র।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর বলেন, মঙ্গলবার সকাল ৮ টার দিকে নিজামপুর বাজারে সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় কলেজ ছাত্রী পলি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি এবং লরির চালক ও চালকের সহকারিকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছে।

আরো খবর