রামগড় বিজিবি কর্তৃক শান্তকরণের অর্থায়নে মসজিদ ও গভীর নলকূপ উদ্বোধন

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি শান্তকরণের অর্থায়নে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় পুর্ণ সংস্কার শেষে ১টি মসজিদ ও পানি শূণ্য এলাকায় ১টি গভীর নলকুপ নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার চান্দপাড়ায় জামে মসজিদ ও যৌথ খামার এলাকায় নলকূপ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান। উপজেলার ১নং রামগড় ইউনিয়নের দুর্গম চাঁন্দপাড়া ঢাকা কলোনী জামে মসজিদের পুর্ণ সংস্কার ও যৌথখামার বাসিন্দাদের পানীয় জলের সমস্যা সমাধানে একটি গভীর নলকুপ নির্মাণ করে বিজিবি।

বিজিবি কর্তৃপক্ষ এ প্রতিনিধিকে জানান, দীর্ঘ দিনের পুরাতন জরাজীর্ণ সমজিদে ইবাদত পালনে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করে ১ লক্ষ ৮৭ হাজার ৫৮০ টাকা ব্যয়ে চান্দপাড়া ঢাকাকলোনী জামে মসজিদ এবং ৯১ হাজার ১১০ টাকা ব্যয়ে যৌথ খামার এলাকায় একটি গভীর নলকূপ নির্মাণ করে দেয়া হয়। ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মো. মনিরুজ্জামান জানান, অত্র এলাকায় সীমান্ত রক্ষার পাশাপাশি জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নে রামগড় জোন কাজ করে যাচ্ছে, যা আগামীতে ও অব্যাহত থাকবে।

আরো খবর