রামগড় পৌরসভা নির্বাচন, ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা

top Banner

রতন বৈষ্ণব ত্রিপুরা

রামগড় পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়জিত ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার(১নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় সভা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: আবদুল আজিজ এবং জেলা নির্বাচন অফিসার ও রামগড় পৌরসভা নির্বাচন ২০২১ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সুষ্ঠু ও সচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশ দেয়া আছে। সোমবার দুপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে পৌরসভা নির্বাচন উপলক্ষে এক মতবানিময় সভায় এ কথা বলেন প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এতে আরো উপস্থিত ছিলেন রামগড় পৌরসভা নির্বাচন-২০২১ এর দায়িত্বরত ভোট গ্রহন কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

আরো খবর