খাগড়াছড়ি ব্যুরোঃ
সারাদেশের ন্যায় রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ প্রতীক সেন বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এইদিনে গোপালগঞ্জের মধুমতি নদী টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
এদিনটিকে স্বরণীয় করে রাখতে অত্র উপজেলায় টিকাদান কেন্দ্র যথাক্রমে রামগড় ইউনিয়ন পরিষদে- ৮৬২, পাতাছড়া ইউপিতে- ৩৮৫, হাফছড়ি-১১৮৯ স্বাস্থ্য কমপ্লেক্স এ – ৯০০ জনসহ সর্বমোট ৩৩৩৬ জনকে আবেদন মূলে করোনা টিকা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১নং ও ২নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার ও মনিন্দ্র ত্রিপুরা, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান- কার্বারী, স্বাস্থ্য বিভাগের কর্মী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্য সদস্যাগন।