রামগড়ে স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

top Banner

খাগড়াছড়ি ব্যুরোঃ

সারাদেশের ন্যায় রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ প্রতীক সেন বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এইদিনে গোপালগঞ্জের মধুমতি নদী টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।

এদিনটিকে স্বরণীয় করে রাখতে অত্র উপজেলায় টিকাদান কেন্দ্র যথাক্রমে রামগড় ইউনিয়ন পরিষদে- ৮৬২, পাতাছড়া ইউপিতে- ৩৮৫, হাফছড়ি-১১৮৯ স্বাস্থ্য কমপ্লেক্স এ – ৯০০ জনসহ সর্বমোট ৩৩৩৬ জনকে আবেদন মূলে করোনা টিকা প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ১নং ও ২নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার ও মনিন্দ্র ত্রিপুরা, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান- কার্বারী, স্বাস্থ্য বিভাগের কর্মী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্য সদস্যাগন।

আরো খবর