চলমান রিপোর্ট
রামগড়ে “বেশী বেশী মাছচাষ করি, বেকারত্ব দুর করি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উদযাপন করা হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১।
রবিবার সকাল সাড়ে ১১টায় টাউন হল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য র্কমর্কতা বিজয় কুমার দাশ সভাপতিত্বে প্রধান অতিথি থেকে মৎস্য সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, ১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার।
এতে আরো উপস্থিত ছিলেন সরকারী-বেসরকরী কর্মকর্তা, মৎস্য চাষী, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক প্রমুখ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ এ প্রতিনিধিকে জানান- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড় পর্যটন লেকে আনুষ্ঠানিকভাবে দুই হাজার পোনা অবমুক্তকরন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ১৫জন সফল মৎস্য চাষীদের হাতে অতিথিদ্বয় প্রাকৃতিক দানাদার জিওরিচ- পুরস্কারসহ ক্রেস্ট তুলে দেন।