রামগড়ে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

top Banner

::খাগড়াছড়ি ব্যুরো::
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা- জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে ৯ মার্চ সকাল ১১টায় পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,রামগড় থানা অফিসার ইনর্চাজ মো: সামসুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান,১নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক- ২নং ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, পৌরসভা প্যানেল মেয়র ৩ কণিকা বড়ুয়া।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরে সরকারী কর্মকর্তা,আনসার প্রতিনিধি,রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। পরে যথাযথ মর্যাদায় জাতীয় দিবস গুলো দিনব্যাপী বাস্তবায়নের লক্ষ্যে পৃথক পৃথক উপ-কমিটি গঠন করা হয়।

আরো খবর