খাগড়াছড়ি ব্যুরোঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় ৪র্থ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে ২টি ইউনিয়নের মনোনয়ন বাছাই পর্ব সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন।
এবারের ইউপি নির্বাচনে ২নং পাতাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একক প্রার্থী হওয়া আমান উল্ল্যাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
আজ সোমবার (২৯নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটানা উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীর উপস্থিতিতে বাছাই পর্ব অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার, অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ৪র্থ ধাপ ইউপি নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার দেবাশীষ দাস।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেবাশীষ দাস জানান, রামগড়ে ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ ১৩জন, মহিলা মেম্বার পদে ২২ জন, পুরুষ মেম্বার পদে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।